আইফোন কেন ইসরায়েলের পেগাসাস স্পাইওয়্যার ঠেকাতে পারল না

Ahamed Naim
By -
0

আইফোনে কথা বলছেন এক নারী। তিনি কি নিশ্চিত করে বলতে পারেন, তাঁর কথোপকথনে আড়ি পাতছে না কেউ? ছবিটি অবশ্য পুরোনো। দূরের ওই ভবনেই এনএসও গ্রুপের প্রধান কার্যালয়এএফপি


লড়াইটাকে ফুটবল মাঠের সঙ্গে তুলনা করা যাক। এক প্রান্তে অ্যাপল; যাদের তৈরি ১০০ কোটির বেশি আইফোন বর্তমানে বিশ্বব্যাপী মানুষ ব্যবহার করছে। অপর প্রান্তে ইসরায়েলের এনএসও গ্রুপের মতো প্রতিষ্ঠানগুলো। যারা সর্বশেষ প্রযুক্তির নিরাপত্তাবলয় ভেঙে এই আইফোনগুলোতে আড়ি পাতছে, নজর রাখছে ব্যবহারকারীর তথ্যে।

আপনারা এতক্ষণে জেনে গেছেন, স্কোরবোর্ডে গোলটা এনএসওর নামেই উঠেছে।
ঘটনাটি যেকোনো ব্র্যান্ডের স্মার্টফোনের সঙ্গেই হতে পারে। তবে আমরা আইফোনের কথা বলছি দুটি কারণে। প্রথমত, আইফোনকে আমরা বরাবরই নিরাপদ স্মার্টফোন হিসেবে দেখে এসেছি। দ্বিতীয়ত, অ্যাপলও সব সময় জোর গলায় বলেছে তারা ‘বিশ্বের নিরাপদতম প্ল্যাটফর্মের’ স্রষ্টা, আড়ি পাতার সফটওয়্যারগুলোর চেয়ে এক কদম এগিয়েই চলে তারা।
তবে পেগাসাস প্রোজেক্টের অংশ হিসেবে সংবাদমাধ্যমগুলোর জোটের গবেষণায় উঠে এসেছে উদ্বিগ্নকর চিত্র। সেখানে স্পাইওয়্যারটিই বরং একধাপ এগিয়ে ছিল বলে জেনেছি আমরা।


Post a Comment

0Comments

Post a Comment (0)