ফেসবুক কপিরাইট কী..? শত্রুর ছবি , ভিডিও ইত্যাদি ফেসবুক থেকে রিমুভ করেদিন।

Ahamed Naim
By -
0


ফেসবুক কপিরাইট কি? অনেকের প্রশ্ন …

উত্তরঃ ফেসবুক কপিরাইট হচ্ছে ,, যদি আপনার কোন ফটো , ভিডিও বা ইত্যাদির কিছু আপনার পারমিশন ছাড়া চুরি করে তার প্রোফাইলে আপলোড করা হচ্ছে কপিরাইট ।
বাংলা কথায় কারো কোন কিছু হুবহুব নকল করাই হচ্ছে কপিরাইট ।

আজ যেহেতু কপিরাইট নিয়ে আলোচনা তাই এই পোস্ট টা মনোযোগ দিয়ে পড়বেন আশা করি।

ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যাম। কিন্তু কিছু অসাধু লোক এর ফায়দা তুলে।। তারা ভাবে তারাই কপিরাইট দিয়ে আপনার পোস্ট ,,, উড়িয়ে দিয়ে ব্লক খাওয়াবে।।
মনে রাখবেন এটা ভাচুর্য়াল জগৎ,,,
এই জগৎ কে কত শক্তিশালী তা আপনি হয়তো জানেনা।।

কেন আমি এই নিয়ে পোস্ট করতেছি।।
আমি মনে করি আপনাদের কপিরাইট সম্পর্কে জানা উচিতে।।
তবে আপনাদের কাছে রিকুয়েস্ট এই কপিরাইট দিয়ে কোন খারাপ কাজ হাসিল করার চেস্টা করবেন না।।

কিভাবে কপিরাইট দেওয়া হয়

১. যদি দেখেন আপনার ছবি বা ভিডিও কোন আপনার পারমিশন ছাড়া কোথাও আপলোড করা হয়েছে ।।
তখন আপনাকে নিচের লিংক এ প্রবেশ করতে হবে।
copyright form
২. এবার Copyright Options টা সিলেক্ট করুন।
তার পর Next দিন,,,

৩. Continue with your copyright report দিয়ে আবার Next দিন।

৪. I found content which I believe infringes my copyright টা সিলেক্ট করুন
তার পর Continue with my copyright report টা সিলেক্ট করুন

 ৫.  এবার
নিচের স্কিনশর্ট ফলো করেন
Provide your contact information>
Me or my organization

৬ তার পর নিচের মত কাজ করুন


এই  অপশনটায় হচ্ছে আসল কাজ।



যদি রিপোর্ট ফোটোর উপর হয় তা হলে ফোটো দিবেন৷
তার পর নিচে বক্স এ এর লিংটা দিয়ে দিবেন।
অন্য কিছু হলে Others দিবেন।
এবার নিচে স্কিনশর্ট ফলো করেন
এটা হচ্ছে আপনার অংশ।।
এখানে আপনার যাকে রিপোর্ট করতেছেন সে আপনার যা চুরি করেছে তা সিলেক্ট করুন। যদি ফোটো হয় তা হলে ফটো।। আর যদি তা না হয় Others,,,
দিন।
 


এবার আপনার ছবির লিংটা বক্স এ দিন৷
তারপর আপনার ফটোর স্কিনসর্ট দিন৷
নিচের মত করে submit দিন ।


এবার আপনার দেওয়া মেল চেক করে ২৪ ঘন্টা অপেক্ষা করুন।
যদি রিপোর্ট কার্যকর হয় তা হলে নিচের মত শত্রুর প্রোফাইলে শো করবে





Post a Comment

0Comments

Post a Comment (0)